পবিত্র কুরআন শরীফে সুন্নাহ পালনের হুকুম



Related image
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত পালন করার তাগিদ দিয়ে মহান আল্লাহ্ পাক পবিত্র কুরআন শরীফে বলেন,
لقد كان لكم فى رسول الله اسوة حسنة.
অর্থঃ-“তোমাদের জন্য আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-উনার মধ্যে উত্তম আদর্শ রয়েছে।” (সূরা আহ্যাব/২১)

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত পালন করার তাগিদ দিয়ে মহান আল্লাহ্ পাক পবিত্র কুরআন শরীফে আরো বলেন,
ما اتكم الرسول فخذوه وما نهكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب.
অর্থঃ- “তোমাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা এনেছেন তা আঁকড়ে ধর এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাক। এ বিষয়ে আল্লাহ্ পাককে ভয় কর। আল্লাহ্ পাক কঠিন শাস্তিদাতা।” (সূরা হাশর/৭)

ورفنا لك ﺫكرك
অর্থ: “আমি আপনার মর্যাদাকে (আলোচনাকে) বুলন্দ করেছি।” (সূরা আলাম নাশরাহ : আয়াত শরীফ ৪)

Comments